১। তিনি পৌরসভার কর্মচারীদের ছুটি সংক্রান্ত যাবতীয় রেকর্ড এবং নথি সংরক্ষন করেন।
২। তিনি মেয়র/কর্মকর্তার পক্ষে সকল ডাক গ্রহন, প্রেরন ও প্রয়োজনবোধে সংরক্ষনের ব্যবস্থা করেন এবং প্রাপ্ত ও প্রেরিত চিঠি পত্রের রেজিঃ রেকর্ড যথাযথ ভাবে সংরক্ষন করেন।
৩। তিনি কর্মচারীদের নিয়োগ, দপ্তর বদলি, অবসর গ্রহন ইত্যাদি সংক্রান্ত নথি উর্ধতন কর্তৃপক্ষের নিকট যথা সময়ে উপস্থাপন করেন।
নামঃ
মিজানুর রহমান
পদবীঃ
লাইসেন্স পরিদর্শক
শাখাঃ
লাইসেন্স শাখা
মোবাইলঃ
কর্মবণ্টনঃ
১. তিনি পৌর এলাকায় বৈধ এবং অবৈধ ব্যবসায়ী পেশাজীবি প্রতিষ্ঠান ইত্যাদির ঠিকানাসহ তালিকা হালনাগাদ সংরক্ষন করবেন ও অবৈধ ব্যবসায়ী পেশাজীবিদের আইনানুগ ব্যবস্থা গ্রহনের উদ্দেগ গ্রহন করবেন।
২. তিনি পৌরসভা কর্তৃক লাইসেন্স ফিস আদায় সংক্রান্ত যবতীয় সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এবং সকল প্রকার লাইসেন্স ইস্যু, নবায়ন ও ফিস আদায় কার্যক্রম পরিচালনা করেন।
৩.মটর চালিত নয় এমন যানবাহনের লাইসেন্স ফিস অদায়ের লক্ষ্যমাত্র অর্জনের জন্য তিনি কর্তৃপক্ষকে অবহিত রেখে উক্ত ধরনের যানবাহন আটক অভিযান পরিচালনা করবেন।
৪. তিনি পৌরসভার লাইসেন্স ফিস সংক্রান্ত দাবী ও আদায় সংক্রান্ত বিবরনীর ডাটাবেজ তৈরীর ব্যবস্থা গ্রহন করবেন ও তা হালনাগাদ সংরক্ষনের ব্যবস্থা গ্রহন করবেন।
নামঃ
মোঃ জিলুর রহমান
পদবীঃ
সহকারী এসেসর
শাখাঃ
এসেসমেন্ট শাখা
মোবাইলঃ
০১৭১৬৩৪০০৪৮
কর্মবণ্টনঃ
১। প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধানের তত্বাবধানে তিনি কর নির্ধারন শাখার শাখা প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন।
২। তিনি কর নির্ধারনের উদ্দেশ্যে হোল্ডিং এর মালিকদেরকে হোল্ডিং এর (বাড়ি,ঘর, অফিস আদালত, শিল্প কারখানা ইত্যাদির) পুর্ন বিবরন পৌরসভা কার্যালয়ে জমা প্রদানের জন্য নোটিশ প্রদান সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
৩। তিনি ফরম ‘বি’ তে দাখিলকৃত তথ্য সঠিক তা সরজমিনে তদন্ত করেন। অতঃপর ‘সি ’ ফরমে কর নির্ধারন (খসড়া করেন)
৪। ৩০ দিনের মধ্যে যে সমস্ত করদাতারা ‘ডি’ ফরমে আবেদন দাখিল করবেন । তিনি শুধু তাদের আপত্তি নিষ্পত্তির জন্য রিভিউবোর্ডে উপস্থাপন করেন।
৫। কর আপত্তি শুনানির লক্ষ্যে রিভিউবোর্ড গঠনে তিনি প্রস্তাব পেশ করেন।
নামঃ
মোঃ আবু সায়েম
পদবীঃ
সহকারী কর আদায়কারী
শাখাঃ
কর আদায়শাখা
মোবাইলঃ
০১৭৩২৫২৭৬১০
কর্মবণ্টনঃ
১। পৌর কর আদায়ের বিল বহি জারীকরন কাজে প্রধান কর আদায়কারী/কর আদায়কারীকে তিনি সার্বিক সহায়তা প্রদান করবেন।
২। তিনি পৌরসভার সকল প্রকার কর আদায়ের বিষয়ে প্রধান কর আদায়ের বিষয়ে প্রধান কর আদায়কারী/কর আদায়কারীর পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
৩। তিনি কর আদায়ের রশিদ, বহি কর আদায় শাখার রেকর্ড, নথিপত্র রক্ষনাবেক্ষন ও হেফাজতের জন্য প্রধান কর আদায়কারী/কর আদায়কারীর সাথে তিনিও দায়ী থাকবেন।
নামঃ
মোঃ সুলতান মাহমুদ
পদবীঃ
সহকারী কর আদায়কারী
শাখাঃ
কর আদায় শাখা
মোবাইলঃ
০১৭৩৪৪০০২৬২
কর্মবণ্টনঃ
১। পৌর কর আদায়ের বিল বহি জারীকরন কাজে প্রধান কর আদায়কারী/কর আদায়কারীকে তিনি সার্বিক সহায়তা প্রদান করবেন।
২। তিনি পৌরসভার সকল প্রকার কর আদায়ের বিষয়ে প্রধান কর আদায়ের বিষয়ে প্রধান কর আদায়কারী/কর আদায়কারীর পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
৩। তিনি কর আদায়ের রশিদ, বহি কর আদায় শাখার রেকর্ড, নথিপত্র রক্ষনাবেক্ষন ও হেফাজতের জন্য প্রধান কর আদায়কারী/কর আদায়কারীর সাথে তিনিও দায়ী থাকবেন।
নামঃ
মোঃ শাহজাহান সিরাজ
পদবীঃ
কঞ্জারভেন্সী ইন্সেপেক্টর
শাখাঃ
পরিস্কার-পরিচ্ছন্ন
মোবাইলঃ
০১৭১৩৫৩৮৯৬৯
কর্মবণ্টনঃ
১। তিনি তাঁর অধীনস্থ সকল কর্মচারী/শ্রমিক ও কনজারভেন্সী শাখার যানবাহনের মাধ্যমে পৌর এলাকার ময়লা আবর্জনা সংগ্রহ ও অপসারন করেন এবং উক্ত কাজ নিয়মিত পরিদর্শন করেন।
২। তিনি তাঁর অধীনস্থ কর্মচারী ও চুক্তি ভিত্তিতে নিয়োজিত শ্রমিকদের দ্বারা পৌরবাসীদেরকে সেবা প্রদানের উদ্দেশ্যে প্রয়োজনীয় কর্মসূচী গ্রহন করেন এবং তা চুড়ান্ত অনুমোদনের জন্য কর্তৃপক্ষের কাজে উপস্থাপন করেন।
৩। তিনি চুক্তি ভিত্তিতে নিয়োজিত কনজারভেন্সী শ্রমিকের হাজিরা নিশ্চিত করেন ।
৪। তিনি স্বাস্থ্য ও পরিস্কার-পরিচ্ছন্নতা সম্মন্ধে পৌরবাসদদের সচেতন করার লক্ষ্যে প্রচারাভিযানে পরিচালনা করেন ।
নামঃ
মোঃ মাইনুল ইসলাম
পদবীঃ
স্বাস্থ্য সহকারী
শাখাঃ
স্বাস্থ্য শাখা
মোবাইলঃ
০১৭১২১৮২৮৯৫
কর্মবণ্টনঃ
১। তিনি স্যানিটারী ইন্সপেক্টর এর তত্বাবধানে তার দায়িত্ব পালন করেন।
২। তিনি পৌরসভার স্বাস্থ্য বিষয়ক সকল কাজে সহায়তা করেন।
৩। তিনি টিকাদান কর্মসূচী,স্যানিটেশন , স্বাস্থ্য শিক্ষা বিষয়ে প্রয়োজনীয় কাজ করেন।
নামঃ
মোঃ আব্দুল কাইয়ুম খান
পদবীঃ
টিকাদানকারী
শাখাঃ
স্বাস্থ্য শাখা
মোবাইলঃ
কর্মবণ্টনঃ
১। তিনি মা ও শিশুকে টিকা প্রদান করেন।
২& তিনি বিভিন্ন স্বাস্থ্য ও টিকা সম্পর্কিত জাতীয় দিবসের কাজে সহায়তা করেন।
নামঃ
রোকেয়া বেগম
পদবীঃ
টিকাদানকারী
শাখাঃ
স্বাস্থ্য শাখা
মোবাইলঃ
০১৭১৪৫৪১৪৬৬
কর্মবণ্টনঃ
১। তিনি মা ও শিশুকে টিকা প্রদান করেন।
২& তিনি বিভিন্ন স্বাস্থ্য ও টিকা সম্পর্কিত জাতীয় দিবসের কাজে সহায়তা করেন।