দেওয়ানগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি মাজার আছে। এইসব মাজারে বিভিন্ন সময়ে পীর- ফকিরদের ভক্তরা এসে ভীর জমায়। ভক্তদের অনেকে তাদের পীরদের সেবা করার জন্য মাজারে এসে রাত্রি যাপন করে এবং হিতাহিত জ্ঞান হারিয়ে পাগলের মত নাচা-নাচি করে থাকে। এমনকি বিভিন্ন সময়ে মনবাসনা পূর্ণ হবার জন্য এইসব মাজারে ভক্তদেরকে হাঁস-মুরগি এমনকি গরু-ছাগল পর্যন্ত মাংশিশ করতে দেখা যায়।
১। দরবেশ ওয়াজেদ আলীর মাজার, চিকাজানী
২। আলতাফ শাহ মাজার, চিকাজানী
৩। গোলাম মোস্তফার মাজার, চিকাজানী
৪। দেওয়ানশাহ মাজার, থানাপ্রাঙ্গন, দেওয়ানগঞ্জ
৫। আমিনুল ইসলামের মাজার, চিকাজানী
৬। চান পাগলার মাজার, বেলতলী, পৌরসভা
৭। জমসেদের মাজার, চিকাজানি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস