Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এতিমখানা

দেওয়ানগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি এতিমখানা আছে। এইসব এতিমখানাগুলো সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন অনদানে পরিচালিত হয়ে থাকে। এই সকল এতিমখানায় সাধারনত পিতা-মাতাহীন শিশুদের থাকতে দেখা যায়। সরকারি বিভিন্ন অনুষ্ঠান (যেমনঃ জাতীয় শিশু দিবস) এইসব এতিমদেরকে ভাল মানের খাবার পরিবেশনের ব্যবস্থা থাকে।

১। দেওয়ানগঞ্জ হাফেজিয়া মাদরাসা লিল্লাহ বোর্ডিং।

২। জামিউল উলুম লিল্লাহ বোর্ডিং।

৩। কামিল মাদরাসা লিল্লাহ বোর্ডিং।