দেওয়ানগঞ্জ অঞ্চলটি নদী বিধৌত হওয়ায় পূর্ব হতেই নদীপথে দেশের বিভিন্ন অঞ্চলের সাথে এ অঞ্চলের ব্যবসা বানিজ্যের সম্পর্ক গড়ে উঠেছে। বিভিন্ন ব্যবসায়িক পন্যের মধ্যে পাট একটি উল্লেখযোগ্য পন্য। পাটের ব্যবসার জন্য এ অঞ্চল উল্লেখযোগ্য।
এছাড়া দেওয়ানগঞ্জের উল্লেখযোগ্য ফসলের মধ্যে আখ অন্যতম। দোঁআশ বালুময় মাটিতে ধান ব্যাতিত আখ ও পাট ভাল জন্মে। আখের চাষ বেশি হওয়ায় দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলস লিঃ প্রতিষ্টিত হয়। আখ চাষে বার মাস সময় লাগে। আখ পানীয় হিসাবে বেশ জনপ্রিয় তাই গ্রীস্মকালে আখের প্রচুর চাহিদা আছে। ঢাকাসহ ছোট-বড় বিভিন্ন শহরে রাস্তার পাশ্বে দাড়িয়ে একশ্রেনির মানুষকে আখের শরবত বিক্রি করে জীবিকা নির্বাহ করতে দেখা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস