Sunday January 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ১১ এপ্রিল, ২০১৮ এ ০৯:৪৬ PM

এতিমখানা

কন্টেন্ট: পাতা

দেওয়ানগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি এতিমখানা আছে। এইসব এতিমখানাগুলো সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন অনদানে পরিচালিত হয়ে থাকে। এই সকল এতিমখানায় সাধারনত পিতা-মাতাহীন শিশুদের থাকতে দেখা যায়। সরকারি বিভিন্ন অনুষ্ঠান (যেমনঃ জাতীয় শিশু দিবস) এইসব এতিমদেরকে ভাল মানের খাবার পরিবেশনের ব্যবস্থা থাকে।

১। দেওয়ানগঞ্জ হাফেজিয়া মাদরাসা লিল্লাহ বোর্ডিং।

২। জামিউল উলুম লিল্লাহ বোর্ডিং।

৩। কামিল মাদরাসা লিল্লাহ বোর্ডিং।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন